Saturday, 29 April 2017

India Few Facts and Figures


ভারতের বিশালত্ব এসেছে শুধু আয়তন থেকে নয়, বৈচিত্র্য থেকেও। আর এই বৈচিত্র্য বোঝার জন্য সারা ভারত ঘুরতেই পারো, তবে তাতেও সব টা বোঝা যাবে না। ভারতের বৈচিত্র্য বোঝার সব থেকে ভালো রাস্তা বোধ হয়, ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল এটলাস। একজন ভারতীয় এর কাছে ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল এটলাস দেশ কে বোঝার সব থেকে বড়ো জানলা। অন্য দিকে সত্যি ই স্ট্যাটিসটিক্স এটলাস পড়া একটা বিরক্তিকর, সময় সাপেক্ষ্য জিনিস। আশা করবো আগামী দিন গুলোতে আমাদের স্ট্যাটিসটিকাল ডিপার্টমেন্ট ছবির মতো স্ট্যাটিসটিক্স দেবে।



২ হাজার চাকরির আবেদন করেছিল শঙ্কর এর জন অরণ্যর সোমনাথ। আজকেও দেখি ৬,০০,০০০+ এপ্লিকেশন জমা পরে শুধু ২০০ টা চাকরির জন্য।
http://gulfnews.com/news/asia/india/more-than-600-000-vie-for-200-government-jobs-in-kerala-1.1916231

তাই আমার এই স্ট্যাটিসটিকাল এটলাস এর পাতা খুলতেই প্রথমে মনে হলো দেখি লেবার স্ট্যাটিসটিক্স এর টেবিল। পড়তে পড়তে আরো অনেক গ্রাফ, টেবিল দেখতে দেখতে চোখের সামনে আস্তে আসতে একগুচ্ছ ঝাপসা ছবি ভেসে উঠতে লাগলো। মনে পরে ১৯৮০ এর দুপুর এর দিন গুলো মনে পরে। সত্যি ১৯৮০ থেকে এই ২০১৬, ৩৬ বছরের এই রাস্তা টা কেমন ছিল ? এটলাস কি কিছু ইঙ্গিত দিতে পারবে ? আমরা তো সবই জানি, মনমোহন সিংহ, বাজপেয়ী, IT boom, আমাদের তো দেখা, নতুন কি জানতে পারবো যদি আমরা এই খুব বরক্তিকর এটলাস এর দিকে তাকিয়ে থাকি।

আচ্ছা এই কাজ টাই তো আমি করে দিচ্ছি, খেটে খুটে ছবি গ্রাফ লাগিয়ে একটা গল্প বলার চেষ্টা করছি - দেখুন মেলে কি না।  না মিললে বাঙ্গালীর মতো সমালোচনা করা র অধিকার তো থাকলোই।
লোককের
কিছু কিছু ছবি সত্যি সত্যি ভাবায়। যেমন এই তলার গ্রাফ টা। আমরা যারা ১৯৯১ এর পরে চাকরি তে ঢুকেছি তাদের একটা ধারণা আছে যে আমাদের ওই দশক এর আগে চাকরি বলতে কিছু ছিল না। নিচের ছবি তা বলে না, সেটাই মুশকিল।


http://www.mospi.gov.in/sites/default/files/reports_and_publication/cso_research_and_publication_unit/COSIOIESIOTSDVOL-2/Labour%20and%20%20Employment-graphs.pdf

বেশ কিছু চমকে দেবার মতো স্ট্যাটিসটিক্স আছে এই রিপোর্ট এ।  তার কিছু কিছু তুলে ধরি :
  • ১৯৬১ সালে সরকারি চাকরি ছিল ৭০ লাখের কাছে, সেটা ২০০৭ সালে বেড়ে দাড়ায় ১ কোটি ৮০ লক্ষ। একই সময় বেসরকারি চাকরি ৫০ লাখের থেকে বেড়ে ৯২ লক্ষ হয়। 
  • বহু সেক্টর এ চাকরি তেমন কিছু বাড়ে নি। কন্ট্রাশন, আর খুচরো ব্যবস্যা তে আসলে চাকরি কমে গেছে এই সময় এ। 
  • ১৯৯১ এর পর থেকে তো চাকরি প্রায় কিছুই বাড়ে নি।  
প্রশ্ন হলো এই সময় এ তো জনসংখ্যা বেড়েছে, তাহলে সেটা চাকরি না বাড়লে তো প্রবল ভাবে বেকারি বেড়ে যাবে।  আমাদের অভিজ্ঞতা তো তেমন দেখাচ্ছে না।  তাহলে কোন আলাদিনের প্রদীপ এই বেকারির ঝড় সামলাচ্ছে ?

আর একটা চার্ট দেখা যাক ! এটা হলো ভারত এর বেকারের স্ট্যাটিস্টিক্স , প্রতি ১০০০ জনের এর হিসাবে। 

আমি এটার একটা ছোট গ্রাফ করেছি।  সব দেশের সরকারের কাছে বেকারির সংখ্যা বাড়া একটা লজ্জার বিষয়।  তাই ভারতের মতো দেশ এ এই সংখ্যা টা নিয়ে অনেক লুকোছুপি চলবে সেটাই প্রত্যাশিত। ১৯৮৭-৮৮ সালের সংখ্যা তে দেখছি গ্রামে আর শহরে দুটো জায়গাতেই চাকরির হাহা কার। সেই সময় ও শহরের বেকারির সংখ্যা ৬% এর বেশি হয় নি।  ভারতের বেকারির সংখ্যা ৫-৬ % এটা আমাদের সাধারণ অভিজ্ঞত্যার সাথে মেলে না।

http://www.mospi.gov.in/sites/default/files/reports_and_publication/cso_research_and_publication_unit/COSIOIESIOTSDVOL-2/Labour%20and%20Employment-HL.pdf

তাও বলতেই হবে ১৯৯১ এর পর থেকে শহুরে বেকার এর সংখ্যা কমতে থাকছে। এই চার্ট এর বাইরেও সরকারী যা ব্যাখ্যা রয়েছে সেই গুলোও বেশ আলোকপাত করে:
  • প্রতি ১০০০ জনের ভিতরে ৩৫০ জনের মতোর কর্ম সংস্থান আছে।  

  • প্রতি ৪ জন পুরুষের তুলনাতে একজন মহিলা চাকরি করছেন। 


  • প্রতি ১০০০ জন কর্মীর ভিতর ৪৪০ জন হলেন সেলফ এমপ্লয়েড।  সেটা প্রায় ৪৪% . উন্নত দেশ এ এই সংখ্যা টা ২০% এর নিচেই থাকে।  কানাডা তে ৮%, সিঙ্গাপুর এ ১৫%, আমেরিকা তে ৭%. ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর হিসাবে তো ভারত এ সেলফ এমপ্লয়েড হলো ৮১%!!  
http://databank.worldbank.org/data/reports.aspx?source=2&type=metadata&series=SL.EMP.SELF.ZS

সত্যজিৎ এর জনঅরণ্য এর সোমনাথ কে উৎপল দত্ত এর বলা সংলাপ মনে পরে যাচ্ছে। দেশ এর বিপুল মানুষ সেলফ এমপ্লয়েড। যারা বলি এই দেশ এর মানুষ কর্ম বিমুখ তখন এই ছবি টা সত্যি মনে থাকে না।
  • এমনকি সরকারি স্ট্যাটিসটিক্স এর পরিষ্কার গ্রাম এ কাজ বাড়ছে না। কেন বাড়ছে না তার অনেক কারণ হতে পারে।  কিন্ত্যু শেষ কথা হলো কাজ বাড়ছে না।  


এই বিশাল সংখ্যা র লোক গ্রাম থেকে শহরে আসছে। দেশ এর গ্রামে থাকা লোকের শতকরা হার ক্রমাগত কমছে (তার একটা কারণ এটাও বটে যে অনেক গ্রাম আধা শহরে পরিণত হয়েছে). গ্রাম থেকে শহর এ আসার পরেও শহরে বেকারির সংখ্যা কমছে সেটাই পরিষ্কার বোঝাচ্ছে যে অন্ততঃ শহরে কিছু কাজ বেড়েছে শেষ ২০-২৫ বছরে। 

এটা তো বলবেনই যে এই সব কিছু-ই জানা। তা মশাই, আপনি কি জানেন তা তো জানি না - তাই হয়তো একটা দুটো জিনিস আপনি ২ বার শুনবেন। ক্ষমা চেয়ে নিলাম। 

রয়েছে সামলালো কি করে 














No comments:

Post a Comment