Friday, 22 May 2020

Natore Moitra Family

এটা হলো নাটোর এর ইতিহাস, যার সাথে যুক্ত হয়ে আছে মৈত্রদের নাম। আমি ইন্টারনেট থেকে একটা পুরোনো বই পেলাম, যেটা আদতে নাটোরের ইতিহাস। বইটা তে নাটোরের মৈত্র দের ইতিহাস নিয়েও অনেক কথা রয়েছে। সেই ইংরেজি বইটার গুগল স্ক্যান করে, তার পরে গুগল ট্রান্সলেশন এ ফেলে এই ইতিহাসের গল্প।

ফ্যামিলি হিস্ট্রি লেখার ইচ্ছা থাকলেও সেই রকম রসদ নেই হাতে। তাই আর যাই হোক না কেন, এটা পারিবারিক ইতিহাস নয়।  আমার সাথে এই লেখার ঠিক দুটো যোগ রয়েছে:

১. আমাদের পদবি মৈত্র আর এই ইতিহাস এর শুরু টাও কামদেব মৈত্র কে নিয়ে;
২. পরের যোগাযোগ টা হয়তো আর একটু গ্রারো। আমার বাবা শ্রী দ্বিপেন্দ্র নাথ মৈত্র। বাবার জন্ম অধুনা বাংলাদেশ এর একটা ছোট গ্রাম, আতাইকুলা তে। সেই আতাইকুলা তে সবাই মৈত্র ই ছিল সেই সময়। বলতে পারো পুরো গ্রাম তাই ছিল একটা বৃহৎ একান্নবর্তী পরিবার। পরবর্তী কালে বাবার পার্টিশন এর আগেই পশ্চিম বাংলা তে চলে আসে। আতাইকুলা রাজশাহী জেলা র নাটোর সদরের একটা খুব ছোট গ্রাম। এতই ছোট যে আজকে গুগল এ খুঁজেও পাবে না। নাটোর এর কিন্তু ইতিহাস আছে , নাটোর এর রাজবাড়ী বাংলাদেশ এর এখনো একটা দেখার মতো জায়গা। তা এই নাটোরের সম্পর্কে ইন্টারনেট এ খুঁজতে গিয়েই পেলাম নাটোরের রাজাদের ইতিহাস যেটা শুরু হয় এক মৈত্র র ফ্যামিলি নিয়ে। তাই এটা হয়তো বেশ যুক্তি সঙ্গত ই হবে যদি আমি ধরি এই নাটোরে র রাজাদের সাথে লতায় পাতায় যুক্ত আমার ফ্যামিলি ইতিহাস।

মৈত্র র পদবীর ইতিহাস 


মৈত্রেয়াকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে ভাষা। তাকে মঙ্গোলিয়ায় মাইদারি বলা হয়, মিলো ইন চীনা, কোরিয়ান ভাষায় মিরিক এবং জাপানি ভাষায় মিরোকু যা সংস্কৃত শব্দ 'মৈত্রি ' থেকে এসেছে। মৈত্রেয় হ'ল 'মেটা' এবং 'ইয়া' বা শব্দের সংমিশ্রণ 'মৈত্রী 1 বৌদ্ধ দেবতা হিসাবে মৈত্রেয়ের উল্লেখ খুবই পরিচত। 
মৈত্র এর সাথে মিত্রতারও একটা যোগ রয়েছে। মৈত্রেয় অবশ্যই বৌদ্ধদের এক অনন্য দেবতা যিনি অন্তত তিনটি স্বতন্ত্র ভূমিকা সহ বিভিন্ন সময়কাল এবং স্থান এ প্রকট। একটি অতীত এর সাধারণ মানুষ, অন্য রূপ বর্তমান এর বুদ্ধ যিনি তুষিতা রাজত্বের উপর রাজত্ব করেছিলেন এবং অন্য রূপ হলো ভবিষ্যৎ এর জমির বুদ্ধ।




আমি শুরু করি কামদেব মৈত্র কে নিয়ে।







*** ভাষা পাল্টে গেলো কারণ আমি গুগল ওসিআর দিয়ে পুরোনো লেখা গুলো কে ট্রান্সলেট করেছি।  তাই এই ভাষা বলতেই পারো গুগলের ভাষা ****

নাটোর রাজ্